Saturday, January 7, 2012

২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে ভিন্নরকম বড় পরিবর্তন কি আসন্ন?

২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে  ভিন্নরকম বড় পরিবর্তন  কি আসন্ন?


হঠ্যাৎ যেন টের পাচ্ছি বাংলাদেশে একটি পরিবর্তনের বুনিয়াদ তৈরি হয়েছে। মানুষ প্রার্থী পেলে বেশি খারাপকে প্রত্যাক্ষান করা শুরু করেছে। তা যে দলের প্রার্থী হোক না কেন। 

সুযোগ পেলে মানুষ খারাপ প্রার্থীকে প্রত্যাক্ষান করে! ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচনে এরকম অনেকগুলো ঘটনা হয়তো ঘটবে। কিন্তু ঘটনাগুলো বেশি ঘটার জন্য আমাদের করণীয় অনেক কিছু রয়েছে। প্রথমত রাজনৈতিক দলগুলোকে ভাল প্রার্থী দিতে চাপ প্রয়োগ করা, আর ভাল প্রার্থীদেরও উৎসাহিত করা এখনই সংকল্প করা।
সময় কম। প্রস্তুতি নিলে এখনই নিতে হবে। কোন দলের ২০০ থেকে ৩০ –এ কিংবা ৬০ থেকে ২৫০ আসন পাওয়া আসলে কোন বড় পরিবর্তন নয়। দুর্বৃত্ত প্রার্থীদের সংসদে প্রবেশ নিষিদ্ধ করাই সবচেয়ে বড় পরিবর্তন।
লক্ষ্য ১৫০ জন ভাল প্রার্থী।তা কি সম্ভব নয়? একটি আন্দোলন প্রয়োজন – যার নেতৃত্ব আসা দরকার জাফর ইকবাল স্যার, তুষার ভাই, আবু সাঈদ স্যারদের কাছ থেকে। 





আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...