Saturday, August 2, 2014

Is Robi (mobile operator) abusing Street Children of Bangladesh through its advertisement?

'রবি ' কি গিনিজ বুকে ঠাঁই পাচ্ছে?
 
বিশ্বের বিজ্ঞাপনের ইতিহাসে, কর্পোরেট জগতের ইতিহাসে এত বড় আয়োজন কি কেউ কখনো দেখেছে? রবি এক অনন্য নজির স্থাপন করেছে। মাত্র ১০০-১৫০ টাকার কিছু সিলমারা পাইকারি জামা পথশিশুদের দিতে গিয়ে সব টিভি চ্যানেলে কয়েক হাজার বার এয়ারিং, শত শত বিলবোর্ড, সেলিব্রিটি ভাড়া করা, প্রচারণার জন্য এজেন্ট ভাড়া করা, আরও কত কী, পুরো বাংলাদেশই কাঁপিয়ে দিয়েছে (এবং তা গ্রাহকদের কাছ থেকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে নিয়েছে)।

একটি বিলবোর্ড এ যে খরচ হয়েছে, তার সম পরিমাণও খরচ করেনি শিশুদের জন্য। ১৫০ টাকার সিলমারা জামা কিভাবে ঈদের জামা হয়?

পথশিশুদের এর চেয়ে বড় শোষণ আর কি হতে পারে? রবি মোবাইল কোম্পানি না কি শিশু নির্যাতনকারী কোম্পানি?
শিশুদের সাথে প্রতারণার জন্য রবির বিরুদ্ধে সরকারকে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে।


No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...