Monday, March 11, 2013

সম্ভব দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠা



সম্ভব দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠা

হয়ত তা শাহবাগের মত সহজসাধ্য হবে না। দুর্নীতিবাজদের বিচারের বিষয়ে আমরা ততটা সোচ্চার নই। আমরা আমাদের অভিভাবক, মেয়েদের পাত্র পছন্দ, ছেলেদের শশুর বাছাইয়ের ক্ষেত্রে আমরা জানি আসলে দুর্নীতিবাজ পাত্রদের বিশেষ কদর রয়েছে।

কিন্তু সেই ছেলেমেয়েরাই তো আবার রাজাকারদের বিচার চাইছে, সেই অভিভাবকরাই তো আবার স্বাধীনতার পক্ষে কথা বলে। দুর্নীতিবাজরা তাহলে কি পুরোপুরি অমানুষ হয়েয় যায় নি?

দুর্নীতিকে আমরা ভালোবেসে ফেলেছি। তো তাকে ঘৃণায় রূপান্তর সম্ভব। যে তরুণরা বাংলাদেশকে ভালবাসে, সে কখনো ঘুষ/কমিশনের স্রোতে গা ভাসিয়ে দেশটাকে রাজাকাদের মতই ধ্বংস করবে না, ধ্বংসযজ্ঞে অংশ নেবে না।

বোঝাতে হবে, দুর্নীতিবাজরা রাজাকারদের মতই শত্রু। তারা দেশের শত্রু। অন্যায়ের যে বিপুল স্রোত আমাদের দেশে, তার কারণ তো দুর্নীতি। সব খুন, ধর্ষন, অনাচার, লুণ্ঠন, সন্ত্রাস, সবই তো দুর্নীতির ফসল।

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...