Wednesday, April 10, 2013

ইতিবাচকতার নামে নিষ্ঠুর নেতিবাচকতা-গত ৪২ বছরে আসলে কি উন্নতি হলো



১. ইতিবাচকতার নামে নিষ্ঠুর নেতিবাচকতা-
কেউ কি বলতে পারবেন একজন গার্মেন্টস শ্রমিক প্রতি ঘন্টায় কয় টাকা বেতন পায়? 

যারা দাড়িযে কাজ করে তারা কতক্ষণ দাড়িয়ে থাকে? ঘুমানোর জন্য তারা কতটুকু সময় পায়? তাদের আমরা কি মানুষ না মেশিন ভাবি?
৪২ বছর পর অবশ্যই এ প্রশ্ন খুব খোলাখুলিভাবে করা প্রয়োজন। এর নাম কি সাফল্য?



২. থলির বিড়াল থলেতে রেখে দম বন্ধ মেরে ফেলার নামই ইতিবাচকতা দৃষ্ঠিভঙ্গি!!

সবাই জানেন, এ বছর মাত্র ১০ লক্ষ ছেলেমেয়ে (১০,১২,৫৮১) ছেলেমেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। কিন্তু সংখ্যাটি হওয়ার কথা কমপক্ষে ২৫ লক্ষ (ওভারল্যাপিং/গ্রে বাদ দিয়ে)। তো ১৫ লক্ষ কোথায় গেলে? ৪২ বছর পর তিন পঞ্চমাংশ হারিযে যায়? এর মধ্যে ৭.৫ লক্ষ মেয়ে রয়েছে।কোথায় তারা?

সাফল্যের লম্বা লম্বা কথার মধ্যে এ সব ভয়াবহ ব্যর্থতা আমরা ঢেকে রাখার কৌশল ভালই শিখেছি। থলির বিড়াল থলেতে রাখার নামই ইতিবাচকতা –
 




আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...