Friday, November 23, 2012

দুর্নীতিবাজের আত্মকথা

দুর্নীতিবাজের আত্মকথা

দুর্নীতিবাজের আত্মকথা-
নিযাম দরবেশ
আমার কথা,
যদি পারিস, পারলে ঠেকা
তোরা পারিস শুধু বলতে কথা,করতে সময় নষ্ট,
আসল কাজে তোরা, বড্ড বেশি ব্যর্থ।
কেন করিস চিকার,
কি তোদের দরকার?
একটা চাকরি, কয়টা টাকা বেতন-
তার জন্য কেন এত নাচন কুর্দন!
তোদের কে ব্যস্ত রাখি কত রকম খেলায়-
তা বোঝার মত পাবি না তোরা কোনই সময়।
স্বাধীন হলো দেশ, তাতে লাভ কি হলো তোর?
আমার যাত লাভ তাতে তোরাই জোগানদার!
৪০ বছরে আমরা হয়েছি কতই না অভিজ্ঞ, সমৃদ্ধ;
তোদের মত বোকারা কি করে করবি যুদ্ধ
না পেয়ে, না খেয়ে তোদের এমন হয়েছে দশা-
বিক্রি হয়ে যাওয়ার জন্য তোদের ভীষণ পিপাসা!
চিকারের আড়ালে তোরা কত কি করিস,
এক পেট খাওয়ার জন্য সে আমাদের কাছেই হাত পাতিস!
আমরা দুর্নীতিবাজ, করছি দুর্নীতি মহাসমারোহে,
পারলে ঠেকা, সামর্থ্য যদি তোদের এতটুকুও থাকে।
তোরা কোথায়, আর আমরা কোথায়,
ভাবনা একটু ঠান্ডা মাথায়!
মিছে চিতকার, মিছে কাব্য;
আমরাই আছি, আমরাই থাকবো।
তোরা শুধু করবি চিকার
কর কর কর।

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...