Sunday, May 26, 2013

আপনার ভোটই একমাত্র অস্ত্র, গুলি করুন দুর্নীতিবাজদের -



আপনার ভোটই একমাত্র অস্ত্র, গুলি করুন দুর্নীতিবাজদের -


নির্বাচন হবে, সে বিষয়ে আমরা নিশ্চিত। আমরা নাগরিকরা গত চার দশক ধরে কত আশাই না করেছি। কিছু পেয়েছি। কিন্তু যে সম্ভাবনা ছিল, তার কিয়দংশও আমরা অর্জন করতে পারিনি। দেশের সিংহভাগ তরুণদের জন্য সম্মানজনক কর্মের ব্যবস্থা করতে পারি নি।
অথচ স্বাধীনতার মূল উদ্দেশ্যই ছিল তাই।
সুযোগ বার বার এসেছে। আমরা বার বার হারিযেছি। সুযোগ তো আরেকটি আসছে। এখনই সময় – আগামী নির্বাচন নিয়ে ভাবনার।
বেশ তো আসুন, একমত হই , দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদের আসন্ন নির্বাচনেই নির্মূল করব ভোটের মাধ্যমে।
এটি কোন কল্পনা নয়।  এটি সম্ভব। আপনার ভোটই নির্ধারণ করবে, আমরা আসলেই দুর্নীতিমুক্ত রাষ্ট্রকে ভয় পাই না, আমরা তা চাই।
দায়িত্ব কিন্তু আপনার।

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...