Tuesday, December 27, 2011

বিএনপি এবং আওয়ামীলীগের তিন বছর বিরোধীদল হিসাবে মূল্যায়ণ


 বিএনপি এবং আওয়ামীলীগের তিন বছর বিরোধীদল হিসাবে মূল্যায়ণ 


যদি বিএনপি এবং আওয়ামীলীগের তিন বছর বিরোধীদল হিসাবে মূল্যায়ণ করি –তাহলে বিএনপির শাসনামলে আ.লী. যে সাফল্য দেখিয়েছিল, গত তিন বছরে বিএনপি তার ধারে কাছেও যেতে পারেনি।
  • ·       বিএনপি তেল-গ্যাস নিয়ে একদম নিশ্চুপ। বুঝা যায় আব্বা্দের ধমক
  • ·       টিপাইমুখ বাঁধ নিয়ে ফাজলামি করছে, কাজের কাজ কিছুই করছে না।
  • ·       দ্রব্যমূল্য নিয়ে কিছুই করতে পারছে না।
  • ·       তাদের আন্দোলনে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা নেই –নেই মানুষের কোন আস্থা।
  • ·       চড়ম গাধামী করতেছে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নতুন প্রজন্মের অনেক সমস্যা আছে কিন্তু তারা কখনই রাজাকারের পক্ষালম্বন পছন্দ করবে না বা করছে না।
  • ·       ইস্যুর কোন অভাব ছিল না। একটাকেও কাজে লাগাতে চড়ম ব্যর্থ হয়েছে। মাঝখানে ৩০ কোটির বোমাবাজীর বদনাম নিচ্ছে।
  • ·       আর মিডিয়া বিএনপির সাথে নেই। বিশেষ করে প্রথম আলো আওয়ামী বিরোধীদের জন্য নতুন প্লাটফর্ম তৈরী করছে  -যা নিশ্চিতভাবেই সফল হবে এবং বিএনপির মৃত্যুঘন্টা বাজাবে।
মিথ্যাবাদী রাখাল ছেলের মতই অবস্থা বিএনপি –এর। সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, বিদ্যুৎ খাতে কোন উৎপাদনে না যাওয়া, ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন  -এর কারণে জনগণ যেমন ২০০৮ –এ প্রত্যাক্ষাণ করেছিল, এখনো তাদের কেউ বিশ্বাস করছে না। কঠিন সমর্থক ছাড়া তাদের সাথে কে্উ নেই। কি হবে উপায়! আমরা এত ভয়াবহ দুর্বল বিরোধী দল দেখতে চাই না। জাতির জন্য এটি লজ্জাকর বিরোধী দল।
(লেখাটি লিখতে ১০-১২ মিনিট ব্যয় হয়েছে এবং একদমে লেখা হয়েছে এবং একবারও চেক করা হয়নি)

Monday, December 5, 2011

অশুভ ১৩ কতটা শুভ! দুর্নীতি চলছে – চলবেই!


অশুভ ১৩ কতটা শুভ! দুর্নীতি চলছে – চলবেই!

দুর্নীতির র‌্যাংকিঙ –এ একটু একটু পিছিয়েছে। জানিনা তাতে বাংলাদেশের মানুষের ক্ষতি কতটা কমল!
কিন্তু দুর্নীতিবাজরা যেভাবে সঙঘবদ্ধ হয়েছে বাংলাদেশে ততটাই যেন বিচ্ছিন্ন হয়েছে যারা দুর্নীতি থেকে দুরে থেকে স্বচ্ছতার সমাজ গড়তে চায়। সবকিছুইতো দুর্নীতিবাজদের দখলে। তথ্য যা পাই তা দুর্নীতিযুক্ত! 

ইতিহাসের পাতা উল্টালে সবচেয়ে সহজ যে কৌশল আমরা দেখি তা হলো একতাবদ্ধতা – একতার শক্তিকে ব্যবহারে অশুভ শক্তি সবচেয়ে বেশি পারঙ্গম।

সৎ মানুষদের সৃষ্টির শুরু থেকে যে ব্যর্থতা তা হলো ---তারা সহজে একতাবদ্ধ হতে চায় না (দুষ্ট লোকেরা বলে দুর্নীতিবাজরা ডিভাইড এন্ড রুলের মাধ্যমে তাদের একত্রিত হতে দেয় না)।
নিত্যদিনের চলার পথের অভিজ্ঞতা আমাদের বলে দুর্নীতি চলছে মহাসমারোহে  -সর্বএ বেশ আনন্দমুখর পরিবেশে!

অশুভ ১৩ -এর সার্বিক ফলাফল হচ্ছে -বাংলাদেশ এক চমৎকার সুন্দর দেশ, গত ৪০ বছরে এমর একটি স্বাধীন দেশ আমরা গড়েছি যেখানে যে কোন নাগরিক যা ইচ্ছা তাই করতে পারে। ইচ্ছে করলে ধর্ষন করতে পারে, ইচ্ছে করলেই প্রতিদ্বন্দ্বি নেতাদের হত্যা করা যায়, জিনিসপত্রের দাম যা ইচ্ছা তা্ই চা্ওয়া যায়, নদি খাওয়া যায়, লেক দখল করা যায়, দশ হাজার টাকা বেতন পেলেও ৪২ টি এপার্টমেন্ট কেনা যায়, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ইচ্ছা তা্ই নেবেন, দিনের পর দিন মানুষ কেটে নদীতে ফেলে দিতে পারবেন (মাওয়া ঘাটের স্পীড বোট চালকদের গ্যাঙ ) ।

যা চান তাই করতে পারবেন  - শুধু একটি ছাড়া। তা হলো আলোকিত সৎ মানুষদের আপনি কখনই একতাবদ্ধ করতে পারবেন না!

ফটো – কার্টেসি (দি ডেইলি ষ্টার)

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...