Monday, December 5, 2011

অশুভ ১৩ কতটা শুভ! দুর্নীতি চলছে – চলবেই!


অশুভ ১৩ কতটা শুভ! দুর্নীতি চলছে – চলবেই!

দুর্নীতির র‌্যাংকিঙ –এ একটু একটু পিছিয়েছে। জানিনা তাতে বাংলাদেশের মানুষের ক্ষতি কতটা কমল!
কিন্তু দুর্নীতিবাজরা যেভাবে সঙঘবদ্ধ হয়েছে বাংলাদেশে ততটাই যেন বিচ্ছিন্ন হয়েছে যারা দুর্নীতি থেকে দুরে থেকে স্বচ্ছতার সমাজ গড়তে চায়। সবকিছুইতো দুর্নীতিবাজদের দখলে। তথ্য যা পাই তা দুর্নীতিযুক্ত! 

ইতিহাসের পাতা উল্টালে সবচেয়ে সহজ যে কৌশল আমরা দেখি তা হলো একতাবদ্ধতা – একতার শক্তিকে ব্যবহারে অশুভ শক্তি সবচেয়ে বেশি পারঙ্গম।

সৎ মানুষদের সৃষ্টির শুরু থেকে যে ব্যর্থতা তা হলো ---তারা সহজে একতাবদ্ধ হতে চায় না (দুষ্ট লোকেরা বলে দুর্নীতিবাজরা ডিভাইড এন্ড রুলের মাধ্যমে তাদের একত্রিত হতে দেয় না)।
নিত্যদিনের চলার পথের অভিজ্ঞতা আমাদের বলে দুর্নীতি চলছে মহাসমারোহে  -সর্বএ বেশ আনন্দমুখর পরিবেশে!

অশুভ ১৩ -এর সার্বিক ফলাফল হচ্ছে -বাংলাদেশ এক চমৎকার সুন্দর দেশ, গত ৪০ বছরে এমর একটি স্বাধীন দেশ আমরা গড়েছি যেখানে যে কোন নাগরিক যা ইচ্ছা তাই করতে পারে। ইচ্ছে করলে ধর্ষন করতে পারে, ইচ্ছে করলেই প্রতিদ্বন্দ্বি নেতাদের হত্যা করা যায়, জিনিসপত্রের দাম যা ইচ্ছা তা্ই চা্ওয়া যায়, নদি খাওয়া যায়, লেক দখল করা যায়, দশ হাজার টাকা বেতন পেলেও ৪২ টি এপার্টমেন্ট কেনা যায়, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ইচ্ছা তা্ই নেবেন, দিনের পর দিন মানুষ কেটে নদীতে ফেলে দিতে পারবেন (মাওয়া ঘাটের স্পীড বোট চালকদের গ্যাঙ ) ।

যা চান তাই করতে পারবেন  - শুধু একটি ছাড়া। তা হলো আলোকিত সৎ মানুষদের আপনি কখনই একতাবদ্ধ করতে পারবেন না!

ফটো – কার্টেসি (দি ডেইলি ষ্টার)

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...