Wednesday, December 18, 2013

The Rights of Corrupted people

It is very amazing! thing that the corrupted people of Bangladesh are talking too much about Bangladesh.

wARNING FOR cORRUPTED pEOPLE-
DONT talk about Bangladesh. Just Shut UP. You have no right to talk about the well being of Bangladesh.

Corrupted people are NO 1 enemy of Bangladesh. They are More dangerous than the Razakaars.

The Rights of Corrupted People

It is very amazing! thing that the corrupted people of Bangladesh are talk too much about Bangladesh.

wARNING FOR cORRUPTED pEOPLE-
DONT talk about Bangladesh. Just Shut UP. You have no right to talk about the well being of Bangladesh.

Corrupted people are NO 1 enemy of Bangladesh. They are More dangerous than the Razakaars.

Sunday, May 26, 2013

আপনার ভোটই একমাত্র অস্ত্র, গুলি করুন দুর্নীতিবাজদের -



আপনার ভোটই একমাত্র অস্ত্র, গুলি করুন দুর্নীতিবাজদের -


নির্বাচন হবে, সে বিষয়ে আমরা নিশ্চিত। আমরা নাগরিকরা গত চার দশক ধরে কত আশাই না করেছি। কিছু পেয়েছি। কিন্তু যে সম্ভাবনা ছিল, তার কিয়দংশও আমরা অর্জন করতে পারিনি। দেশের সিংহভাগ তরুণদের জন্য সম্মানজনক কর্মের ব্যবস্থা করতে পারি নি।
অথচ স্বাধীনতার মূল উদ্দেশ্যই ছিল তাই।
সুযোগ বার বার এসেছে। আমরা বার বার হারিযেছি। সুযোগ তো আরেকটি আসছে। এখনই সময় – আগামী নির্বাচন নিয়ে ভাবনার।
বেশ তো আসুন, একমত হই , দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাদের আসন্ন নির্বাচনেই নির্মূল করব ভোটের মাধ্যমে।
এটি কোন কল্পনা নয়।  এটি সম্ভব। আপনার ভোটই নির্ধারণ করবে, আমরা আসলেই দুর্নীতিমুক্ত রাষ্ট্রকে ভয় পাই না, আমরা তা চাই।
দায়িত্ব কিন্তু আপনার।

Monday, March 11, 2013

সম্ভব দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠা



সম্ভব দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠা

হয়ত তা শাহবাগের মত সহজসাধ্য হবে না। দুর্নীতিবাজদের বিচারের বিষয়ে আমরা ততটা সোচ্চার নই। আমরা আমাদের অভিভাবক, মেয়েদের পাত্র পছন্দ, ছেলেদের শশুর বাছাইয়ের ক্ষেত্রে আমরা জানি আসলে দুর্নীতিবাজ পাত্রদের বিশেষ কদর রয়েছে।

কিন্তু সেই ছেলেমেয়েরাই তো আবার রাজাকারদের বিচার চাইছে, সেই অভিভাবকরাই তো আবার স্বাধীনতার পক্ষে কথা বলে। দুর্নীতিবাজরা তাহলে কি পুরোপুরি অমানুষ হয়েয় যায় নি?

দুর্নীতিকে আমরা ভালোবেসে ফেলেছি। তো তাকে ঘৃণায় রূপান্তর সম্ভব। যে তরুণরা বাংলাদেশকে ভালবাসে, সে কখনো ঘুষ/কমিশনের স্রোতে গা ভাসিয়ে দেশটাকে রাজাকাদের মতই ধ্বংস করবে না, ধ্বংসযজ্ঞে অংশ নেবে না।

বোঝাতে হবে, দুর্নীতিবাজরা রাজাকারদের মতই শত্রু। তারা দেশের শত্রু। অন্যায়ের যে বিপুল স্রোত আমাদের দেশে, তার কারণ তো দুর্নীতি। সব খুন, ধর্ষন, অনাচার, লুণ্ঠন, সন্ত্রাস, সবই তো দুর্নীতির ফসল।

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...