Sunday, August 18, 2013

নৈরাশ্য ছড়াচ্ছে আমাদের মিডিয়া:



নৈরাশ্য ছড়াচ্ছে আমাদের মিডিয়া:

সকালে উঠে পত্রিকা হাতে নিলেই যত নেতিবাচক খবর আছে তা গিলতে হয়। প্রতিদিন প্রতিটি নাগরিক বছরের পর বছর এসব গিলে গিলে একজন নেতিবাচক নাগরিক হিসাবে গড়ে উঠছে। পত্রিকা মানেই বাজারে আগুন, ভেঙ্গে পড়ছে অর্থনীতি, খুন, ধর্ষণ, রাজস্ব আয়ে অগ্রগতি নেই (অথচ সাফল্য ঈর্ষণীয়), জনশক্তি হ্রাসে ধ্বস (অথচ রেমিট্যান্স বাড়ার গতি দারুণ) লাক্স সুন্দরী মিমের ভিডিও কেলেংকারী, খুনি ঐশির সাপ্তাহিক হাত খরচ লাখ টাকা, গ্রামীণ ব্যাংক ২১ টুকরা, রক্তাক্ত মিশর, ড্রোন আক্রমণে শিশু নিহত, ইত্যাদি। 

ভূমিদস্যুরা যদি মিডিয়ার মালিক হয়, শেয়ার বাজারের লুটপাটকারীরা যদি মিডিয়ার মালিক হয়, তবে সেই মিডিয়ার লোকজনের কি এসব নেতিবাচক খবরে শিুশ আর নাগরিকরা কিভাবে নষ্ট নাগরিকে পরিণত হয় তার বিশ্লেষণের সময় আছে?কিংবা সামর্থ্য?

সাফল্যের গল্পগুলো যেন বলাই হয় না। মানুষ আশাবাদী হবে কিভাবে?আমরা কেনই বা আশা করব যে দুর্নীতিবাজ আর ভূমিদস্যু মিডিয়া মালিকরা সেই মহান দায়িত্ব পালন করবে?

দুর্নীতিবাজ আর ভূমিদস্যুদের মনোজগতটা কি রকম? মিডিয়া তা সে প্রিন্টই হোক আর ইলেকট্রনিকই হোক না কেন, সর্বত্রই তা নষ্টামীর কথাই ছড়িয়ে যাবে।

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...