ছোটোবেলা থেকে সাফল্যের বেশির ভাগ গল্পগুলোর মানুষগুলো ছিলো অন্যদেশের। দেশের মধ্যে শেরে বাংলা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়েছি। তবে সেগুলো রাজনীতি, সাহিত্য বা অন্য অবৈষয়িক বিষয়ের।
কয়েকদিন আগে বুয়েটের এক ছোটো ভাই আমাকে বলেছিলো, "খাজা ভাই অন্যদের কথা আর কতদিন বলবেন, আপনার গল্প শুনতে চাই, এমন কিছু করেন, অন্যেরা আপনার গল্প শুনবে!"
গল্প বড় বা ছোটো কোনটি? আচ্ছা, যে সৎ মাস্টারের ছেলেটি বাংলাদেশ ব্যাংকে ১ পয়সা ঘুষ না দিয়ে চাকুরি পেলো তারটা? অথবা আমার যে বন্ধু বাংলাদেশ ব্যাংকের খুব বড় কর্মকর্তা, জীবনে সে নামাজ কখনো কাযা করেছে কিনা জানি না, যাকে দেখলে মনে হয়, ও তো দুনিয়াতেই বেহশত কিনে নিয়েছে, এমন অসাধারণ মানুষ, তার গল্পটা?
থাক, আবারো চাকুরি নিয়ে বলছি! তরুণ ব্যবসায়ীদের কথা বলছি না কেন! ওই যে কিছু ছেলে টেলিকমের চাকুরি যাওয়ার পরে মোবাইল সেটের ব্যবসা শুরু করলো! ১ কোটি মোবাইলও তারা বিক্রি করে ফেলেছে। তাদের গল্পটা কিন্তু দারুণ!
ওই যে ২/৩ জন ২৫/২৬ বছরের ছেলে দেশে একটি আইটি কোম্পানি দিয়ে বছরে ১০০ কোটি টাকা আনছে বিদেশ থেকে! গল্পটা কি ছোটো? ভালো চাকুরি করছে প্রকৌশলী ছোটো ভাই, আবার ভ্রমণের নিয়ে যাচ্ছে বিভিন্ন গ্রুপকে। ছুটি দুইদিন। এই দুইদিনই কাজে লাগাচ্ছে! বলেছে, খাজা ভাই, "এটি বিলিয়ন ডলারের ব্যবসা, করে দেখাতে চাই"। জানি ও পারবেই। গল্পটা ছোটা না বড়?
আমাদের বাসার সামনে একটা মুড়ির দোকান আছে, গুলশান লেকের সাথে। ৫০ টাকা থেকে ২০০ টাকার প্যাকেজ! প্রতিদিন মুড়ি খেতে লাইন দেয় মানুষ! মাসে কম করে হলেও ৫ লাখ টাকা আয় হয় (মিনিমাম)। ওই লেকের পাড়ে ৫০-৬০ট শুধু ফুচকার দোকান গড়ে উঠেছে। প্রতিটার আয় মাসে অন্তত ৩০ হাজার টাকা। গল্পটা কি ছোটো?
অথবা গত দুই বছরে খিলগাঁও তালতলা মার্কেটে যেতে যে রাস্তা আছে, কতগুলো নতুন খাওয়ার দোকান হয়েছে? ১০০ এর বেশি! অন্তত ওই রাস্তায় খাবারের দোকানের পিছনে সব মিলে ৫০ কোটি টাকার বেশি ইনভেস্ট করেছে! সব দোকানেই ভিড়!
ঢাকায় বসে কনটেন্ট লিখে কত তরুণ ছেলেমেয়ে ৬ ডিজিটের উপর আয় করছে , খবর নেই! আছে অনেক। গল্পটা ছোটো না বড়!
দেশে বৈশাখেও এখন বিক্রিবাট্টা ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দেশের দুই ঈদ এখন অর্থনীতকে পালটে দিচ্ছে। দুই ঈদে এবার হয়তো দুই লাখ কোটি টাকার বিক্রিবাট্টা হবে। বিশাল বিশাল বাজেট তৈরি হচ্ছে। লুটপাট হচ্ছে, সে নিয়েতো সব সময় বলি। কিন্তু অর্থনীতি সব কিছুর পরেও বিশাল হচ্ছে, এবং হতেই থাকবে।
বাংলাদেশ খুব সম্ভবত পপুলেশন মোমেন্টাম থেকে এখন ইকোনোমিক মোমেন্টামে প্রবেশ করেছে। একটু একটু কিন্তু টের পাওয়া যাচ্ছে। এই মোমেন্টাম দিয়ে অন্তত আগামী ৮/১০ বছর বিশাল পরিবর্তন হয়ে যাবেই।
আর সবচেয়ে বড় গল্পটা কোথায়?
অর্থনীতির পুরোটা এখনো এলিট শ্রেণি পুরোটা গিলে খেতে পারেনি। পারছে না। ২০২৫ সাল পর্যন্ত ক্ষুদ্র আর মাঝারি ব্যবসায়ীরা ভালো থাকবেন।
অর্থনীতির পুরোটা এখনো এলিট শ্রেণি পুরোটা গিলে খেতে পারেনি। পারছে না। ২০২৫ সাল পর্যন্ত ক্ষুদ্র আর মাঝারি ব্যবসায়ীরা ভালো থাকবেন।
নতুন রিপোর্ট পড়েছেন নিশ্চয়? গ্রামীন অর্থনীতি শহরের অর্থনীতিকে ছাড়িয়ে যাচ্ছে খুব ধীর গতিতে! এর মানে কিন্তু অনেক!
যারা ক্ষুদ্র আর মাঝারি ব্যবসা করতে চান, অন্তত আরও ৭/৮ বছর ভালোভাবেই করতে পারবেন। আর হ্যাঁ, তবে এটি কিন্তু ক্যারিয়ারের মতোই - যে ব্যবসাটা ভালো লাগে, আপনি বুঝেন, সেটিই করুন।
যারা ক্ষুদ্র আর মাঝারি ব্যবসা করতে চান, অন্তত আরও ৭/৮ বছর ভালোভাবেই করতে পারবেন। আর হ্যাঁ, তবে এটি কিন্তু ক্যারিয়ারের মতোই - যে ব্যবসাটা ভালো লাগে, আপনি বুঝেন, সেটিই করুন।
ছোটোবেলা শুনতাম, ঢাকার আকাশে টাকা উড়ে! আসলেই কিন্তু উড়ে, যাদের চোখ আছে তারা দেখতে পায় আর যারা ধরতে জানে, তারাই ধরতে পারে। নিঃস্ব থেকে এই ঢাকায় লাখ লাখ মানুষ স্বচ্ছল হয়েছে।
পুরো বাংলাদেশে এখন ব্যবসা করার জন্য তৈরি, ব্যবসা আছে সর্বত্র। শুধু দেখার চোখটা থাকতে হবে আর সময়কে কাজে লাগিয়ে ব্যবসাটা জানতে হবে।
আর অন্যের গল্প শুনতে চাই না। নিজেরাই গল্প বানাতে চাই। হাজারো মানুষ এই চলমান সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে কয়েক লাখ সাফল্যের গল্প।
গল্পগুলো ছোটো না বড়? আমার কাছে এই গল্পগুলো বাংলাদেশের গল্প, তাই সবচেয়ে বড় গল্প।
No comments:
Post a Comment