বিএনপি এবং আওয়ামীলীগের তিন বছর বিরোধীদল হিসাবে মূল্যায়ণ
যদি বিএনপি এবং আওয়ামীলীগের তিন বছর বিরোধীদল হিসাবে মূল্যায়ণ
করি –তাহলে বিএনপির শাসনামলে আ.লী. যে সাফল্য দেখিয়েছিল, গত তিন বছরে বিএনপি তার ধারে
কাছেও যেতে পারেনি।
- · বিএনপি তেল-গ্যাস নিয়ে একদম নিশ্চুপ। বুঝা যায় আব্বা্দের ধমক
- · টিপাইমুখ বাঁধ নিয়ে ফাজলামি করছে, কাজের কাজ কিছুই করছে না।
- · দ্রব্যমূল্য নিয়ে কিছুই করতে পারছে না।
- · তাদের আন্দোলনে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা নেই –নেই মানুষের কোন আস্থা।
- · চড়ম গাধামী করতেছে, যুদ্ধাপরাধীর বিচার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। নতুন প্রজন্মের অনেক সমস্যা আছে কিন্তু তারা কখনই রাজাকারের পক্ষালম্বন পছন্দ করবে না বা করছে না।
- · ইস্যুর কোন অভাব ছিল না। একটাকেও কাজে লাগাতে চড়ম ব্যর্থ হয়েছে। মাঝখানে ৩০ কোটির বোমাবাজীর বদনাম নিচ্ছে।
- · আর মিডিয়া বিএনপির সাথে নেই। বিশেষ করে প্রথম আলো আওয়ামী বিরোধীদের জন্য নতুন প্লাটফর্ম তৈরী করছে -যা নিশ্চিতভাবেই সফল হবে এবং বিএনপির মৃত্যুঘন্টা বাজাবে।
মিথ্যাবাদী রাখাল ছেলের মতই অবস্থা বিএনপি –এর। সীমাহীন দুর্নীতি,
সন্ত্রাস, বিদ্যুৎ খাতে কোন উৎপাদনে না যাওয়া, ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন -এর কারণে জনগণ যেমন ২০০৮ –এ প্রত্যাক্ষাণ করেছিল,
এখনো তাদের কেউ বিশ্বাস করছে না। কঠিন সমর্থক ছাড়া তাদের সাথে কে্উ নেই। কি হবে উপায়!
আমরা এত ভয়াবহ দুর্বল বিরোধী দল দেখতে চাই না। জাতির জন্য এটি লজ্জাকর বিরোধী দল।
(লেখাটি লিখতে ১০-১২ মিনিট ব্যয় হয়েছে এবং একদমে লেখা হয়েছে
এবং একবারও চেক করা হয়নি)