Tuesday, April 19, 2011

৪০ বছর দুর্নীতিবাজদের অপ্রতিরোধ্য বিজয়মিছিল চলছে

 ৪০ বছর দুর্নীতিবাজদের অপ্রতিরোধ্য বিজয়মিছিল চলছে--

২৩ বছর পাকিস্তানী শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বৈষম্য কমানোর জন্য। তবে তা তো আর হলো না।রাজাকার আর পাকিস্তানীদের জায়গা দখল করে নিল সুবিধাবাদী দুর্নীতিবাজ অমানুষরা। কিন্তু আমরা লড়াই করি নি একদিনও এসব স্বাধীনতা পরবর্তী নতুন শত্রুদের বিরুদ্ধে। ত্রিশ লক্ষ মানুষের প্রাণ আর দু লক্ষ নারীর আত্ম বিসর্জন সাধারণ মানুষের দুর্ভোগকে বাড়িয়ে তুলেছে বহুগুন।

দুর্নীতিবাজ অমানুষরা বাংলাদেশের মানুষকে দাস বানিয়ে স্বাধীনতার সুফল ছিনতাই করে ভালই আছে। ভাল নেই যারা মুক্তিযুদ্ধ করেছে, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। এমনকি সরকার পর্যন্ত দুর্নীতিবাজদের হুংকারে তটস্ত।

কয়েকলক্ষ দুর্নীতিবাজ পুরো দেশটাকে জিম্মি করে ফেলেছে। তারা বুক ফুলিয়েই বলছে, আমরা লুটপাট করব, আমরা ধর্ষণ করব, আমরা দুর্নীতিবাজ, আমরাই মহারাজ, পারবিনা ঠেকাতে আমাদের কোন কাজ। সত্যিই তাই । ৪০ বছর দুর্নীতিবাজদের অপ্রতিরোধ্য বিজয়মিছিল চলছে এ বিজয় মিছিল চলবে-------------

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...