Sunday, April 24, 2011

২০১৪ সালের সংসদ হবে ১০০% দুর্নীতিবাজমুক্ত মহান সংসদ ?

২০১৪ সালের সংসদ হবে ১০০% দুর্নীতিবাজমুক্ত মহান সংসদ ?

জনগণই দুর্নীতিবাজদের সকল শক্তির উৎস। জনগণের রায় নিয়েই দুর্নীতিবাজরা দুর্নীতি করে সে কথা মিথ্যা নয়। তবে কী জনগণই পারে দানবের শক্তি কেড়ে নিতে? শত্রুরা জনগণকে বিভ্রান্ত করে, একথা তো খুব সম্মানজনক নয়। ৪০ বছরতো এসব শত্রুরাই স্বাধীনতার ফল আস্বাদন করলো, আর কতকাল ?
২০১৪ সালের সংসদ নির্বাচনের জন্য মাত্র তিনবছর সময় রয়েছে। আমরা কি পারি না এখনি সিদ্ধান্ত নিতে যে, আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের জাতীয় শত্রু হিসাবে চিহ্ণিত হবে? একদিনের জন্য আমরা কি একটি যুদ্ধ ঘোষণা করতে পারি না? সে যুদ্ধ দুর্নীতিবাজদের বিরুদ্ধে , দেশের সবচেয়ে ক্ষতিকারক শত্রুর বিরুদ্ধে। 
আমরা যখন জেনেশুনে বিষপান করি, তখন অযথা কেন জনপ্রতিনিধিদের দোষারোপ করি ?
আমরা যখন দেখি, ভূমিদস্যুরা এবং সবচেয়ে বড় শত্রুরা দেশের শীর্ষ বুদ্ধিজীবিদের, বড় বড় সম্পাদকদের টাকার গোলাম বানিয়ে দেয় আর সেসব টাকার গোলামরা (উচ্ছিষ্টভোজী দুর্বৃত্ত শ্রেণী) দিবারাত্রি টক শোতে দেশবাসীকে সুশাসনের কথা শুনায়, এমন তামাসা করার দুঃসাহস কোথায় পায়? চিহ্ণিত দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলাদের বয়ানে আমরা অতিষ্ঠ। কে দিয়েছে তাদের এ দুঃসাহস?
এজন্য কি আমরা দায়ী না? দায় স্বীকার করে ক্ষমা চাই এবং একটি কাজ করার জন্য প্রতিজ্ঞা করি, ২০১৪ সালের সংসদ নির্বাচনে কোন দলেরই দুর্নীতিবাজকে ভোট দিব না এবং প্রতিটি ভোটারকে এ বার্তা পৌছে দিবো।
এটি একটি মহান সুযোগ। এছাড়া কি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে কার্যকর আর কোন অস্ত্র আছে?আসুন প্রস্ততি নেই। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে-ভোট গুলিতে  দুর্নীতিবাজদের প্রত্যাক্ষান করি।  


ছবি: উইকিপিডিয়া

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...