Tuesday, September 20, 2011

স্যার, আপনার আলোকিত মানুষগুলো কই?


স্যার, আপনার আলোকিত মানুষগুলো কই? 




অন্ধকারাচ্ছন্ন মানুষের অভাব নেই। দুর্বৃত্তে ভরা পুরো দেশ। যার যা খুশি তা করে যাচ্ছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই। 

সৎ মানুষদের জন্য বাংলাদেশ হাবিয়া দোজখে পরিণত হয়েছে। যার সামর্থ্য আছে, বাংলাদেশের পাসপোর্ট ছুড়ে ফেলে দিয়ে অন্য দেশকে মায়ের দেশ করে নিচ্ছে। 

দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশ জান্নাতৌল ফেরদৌসে পরিণত হয়েছে। এমন লুটপাট, এমন মুনাফাখোরের দেশ পৃথিবীতে আর আছে কিনা স্যার আপনি হয়তো বলতে পারবেন। 

বলার শেষ নেই। জীবনের একটি বড় অংশ স্যার ব্যায় করলেন আলোকিত মানুষ তৈরী করার জন্য। আপনার ভক্তের শেষ নেই। আপনার আলোকিত মানুষদের এ সময়ে সবচেয়ে বেশী প্রয়োজন। কিন্তু দেখা তো পাচ্ছি না! 

আলোকিত মানুষগুলোকে অন্ধকার হতে বেরুতে বলুন।

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...