Monday, September 29, 2014

Behind the Pharmacetucals business in Bangladesh - ফার্মাসিউটিক্যাল কোম্পানির রমরমা ব্যবসা ও সাধারণ মানুষের পকেট ডাকাতি



ফার্মাসিউটিক্যাল কোম্পানির রমরমা ব্যবসা ও সাধারণ মানুষের পকেট ডাকাতি 

১২০০০ কোটি (বারো হাজার কোটি টাকা) টাকার ঔষধ খায় বাংলাদেশের মানুষ এক বছরে!  ডেসটিনি গ্রুপের টাউট বাটপারদের মতো মেডিক্যাল রেপ্রেজন্টিভরা সারা দেশে এক ভয়াবহ অসাধু সিন্ডিকেট গড়ে তুলেছে এরা না থাকলে এ খরচ ৩,০০০ কোটি টাকায় নেমে আসতো চিকিৎসকদের উপহারের নামে হাজার থেকে শুরু করে কোটি (এমন কি দামি এপার্টম্যান্টও কিনে দেয়!) কোটি টাকা ঘুষ দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে বছরে মানুষের পকেট থেকে ১০,০০০ কোটি টাকা বের করে নিচ্ছে
 
এই অতিরিক্ত খরচ জোগাতে অনেক পরিবারই নিঃস্ব হয়ে যায় দারিদ্র্য বৃদ্ধিতে এদের রয়েছে প্রত্যক্ষ ভূমিকা মেডিক্যাল রেপ্রেজিন্টভরা আসলে দেশের ভয়াবহ সর্বনাশের স্থায়ী পথ তৈরি করেছে

এদের থামাবে কে?                
বিঃদ্রঃ এভাবেই ৩০ হাজার টাকার হার্টের রিং তিন লাখ টাকায় বিক্রি করে হাজার হাজার মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা লুটপাট হচ্ছে।

No comments:

আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...