যোগাযোগ দক্ষতাই ব্যক্তিজীবন, কর্মজীবন, সামাজিক জীবন - তিন ক্ষেত্রেই সাফল্যের প্রথম চাবি। আপনি জীবনে যাই করুন না কেন আপনার উন্নতির প্রথম চাবি , ‘কমিউনিকেশন স্কিলস ও ব্র্যান্ডিং’। সেই চাবি থাকলে জীবনের যে কোন ধাপে, যে কোন সময়ে, যে কোন ক্ষেত্রে উন্নয়নের দরজাগুলো আপনি সহজেই খুলতে পারবেন। আপনি এগুতে থাকবেন আর প্রশান্ত হৃদয়ে আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তো সেই স্কিলসগুলো জানতে বা শিখতে চান , অথবা আপনি অনেক ভালো, আরেকটু শানিত হতে চান এই বিষয়ে? তবে দেখা হবে, ১২-১৩ জুন ২০১৫ এ।
সোশ্যাল মিডিয়া এখন সবার ব্র্যান্ড গড়ার বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াকে নিজের সাফল্যের জন্য কীভাবে ব্যবহার করা যায়, তাও জানবেন এই দুই দিনের সেসনে।
যোগাযোগ দক্ষতা বাড়াতে আপনার সাইকোলজির ধারণা খুব জরুরি, যেটি আমরাই প্রথম চিন্তা করেছি - দুই এর মিশ্রণেই দক্ষতা বাড়বে। দুদিনের এত সহজ সেসনগুলো (১৫ বছরের কাজের অভিজ্ঞতা থেকে যা তৈরি করা হয়েছে) বাংলাদেশে আর কোথাও শেখার সুযোগ নেই। যারা রিসোর্স পারসোন থাকবেন তারা একটি পয়সাও এখন থেকে নেন না বরং খরচের একটা অংশ বহন করেন। এটি আমাদের স্বেচ্ছাসেবামূলক কাজ। তবে আপনাদের নিজেদের খাওয়া এবং ভেন্যু ভাড়া বহন করতে হবে। যেটা আমরা প্রত্যেকই প্রত্যেকেরটা দিয়ে থাকি।
বিস্তারিত জানতে , যোগাযোগ nizam160374@gmail.com
No comments:
Post a Comment