Friday, August 26, 2011

জাফর ইকবাল স্যার কি কিছু করবেন?



জাফর ইকবাল স্যার কি কিছু করবেন?



এ কথা খুব পরিষ্কার যে সব দুর্নীতিগ্রস্থ মানুষ কোন না কোন রাজনৈতিক দলকে নিজেকে রক্ষার জন্য বর্ম হিসাবে ব্যবহার করছে। রাজনীতিবিদ-ব্যবসায়ী-সাংবাদিক-আমলারা দুর্নীতির এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তলেছে গত ৪০ বছরে ।আমরা খুবই অসহায় কারণ আপাত দৃষ্টিতে মনে হয়,দুর্নীতির মহোৎসব চলবে অনাদিকাল।যে সব কারণে এমন মনে হচ্ছে তার মধ্যে অন্যতম দুর্নীতি বিরোধী সংঘব্ধ কিছুই এ মুহুর্তে দৃশ্যমান নয়।দুর্নীতির উচ্ছিষ্টভোগী মানুষও অনেক!

তবুও কিছু মানুষ মনে করছে , দুর্নীতির দুর্ভেদ্য দুর্গ ভাঙতে কিছু করা দরকার। করবে কে? বিশ্বুবিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবি একই কাজে ব্যস্ত দলাদলি করে কিছু সুবিধা আদায়, কিছু পদবী লাভ আর বিনিময়ে বিভিন্ন দলের নির্লজ্জ সাফাই গাওয়া। আন্না হাজারী পথ দেখিয়েছে  - যখন উচ্চ শিক্ষিতরা দুর্নীতিতে নিমজ্জিত, তখন সাধারণ একজন মানুষ অসাধারণ দায়িত্ব পালন করছে। 


কিন্তু বাংলাদেশে একজন  উচ্চ শিক্ষিত অথচ সাধারণ এবং দেশপ্রেমিক একজন মানুষ আছেন।সবাই যাকে ভালবাসে, শ্রদ্ধা করে (স্বাধীনতা বিরোধী ব্যতীত)-তিনি জাফর ইকবাল স্যার।


যখন সবাই ব্যর্থ, যখন রাজনীতিবিদ-ব্যবসায়ী-সাংবাদিক-আমলাদের কাছে পুরো বাংলাদেশে অসহায়,তখন নির্লোভ একজন খাঁটি মানুষের অপেক্ষায় বাংলাদেশ।


স্যার সিলেট বিশ্ববিদ্যালয়কে আপনি অনেক কিছু দিয়েছেন,গণিতকে ছড়িয়ে দিচ্ছেন দেশের শেষ সীমায় (দুর্নীতির কারণে বিজ্ঞান শিক্ষার হার কমছে বিপদজনকভাবে)- এবার আরও বড় কাজ করুন।


আপনি বললে হাজার মানুষ আসবে, আপনার শিক্ষার্থীরা আসবে, আসবে তরুণ-তরুণীরা।আমরা আপনার প্রতীক্ষায়।




আমরা আসলে কী চাই?

আমরা আসলে কী চাই? এক মেডিকেল কোচিং সেন্টারের মালিক ডাঃকে ধরা হয়েছে। গত ১৮ বছরে ৪০০০ ছাত্রকে সে পাবলিক মেডিকেলে অবৈধভাবে চান্স পেতে অর্...